HTML tutorial
জাভাস্ক্রিপ্ট ভুমিকা জাভাস্ক্রিপ্ট হল একটি ক্লাইন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ বা ব্রাউজার স্ক্রিপ্টিং। ক্লাইন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ এর অর্থ হচ্ছে ব্রাউজার এই স্ক্রিপ্টগুলোকে run/execute করবে। ক্লাইন্ট সাইড এর বিপরীত হল সার্ভার সাইড, সার্ভার সাইড ল্যাংগুয়েজ গুলোর কোড ওয়েব সার্ভার এর মাধ্যমে execute/run হয়। ** JAVA এবং Javascript সম্পূর্ন আলাদা ল্যাংগুয়েজ। JAVA হচ্ছে পূর্নাঙ্গ একটা অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ আর Javascript হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ। জাভাস্ক্রিপ্ট ও প্রোগ্রামিং ল্যাংগুয়েজ তবে এটা শুধু ব্রাউজারে কাজ করে যেখানে JAVA দিয়ে সম্পূর্ন আলাদা এপ্লিকেশন বানানো যায় যেটা পিসিতে রান করে। ** Javascript এর অনেক কিছু বিশেষ করে syntax গুলি JAVA থেকে ধার করা তবে জাভাস্ক্রিপ্ট শিখতে JAVA বা কোন ল্যাংগুয়েজ আগে থেকে জানার প্রয়োজন নেই। ** জাভাস্ক্রিপ্ট মুলত ৩টি জিনিস নিয়ে তৈরী ১. ECMAScript (এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মুল অংশ বা core functionality) ২. DOM (Document Object Model - ওয়েব পেজের কনটেন্টের সাথে কাজ করে) এবং ৩. BOM (Browser ...